বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০২:২৭ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নুর মোহাম্মদ নামের বাংলাদেশি এক জেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কামাল নামের আরো এক জেলে।

আজ বৃহস্পতিবার ভোরে নাফ নদের ঝিমংখালী পয়েন্টে মাছ শিকারে গেলে এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ টেকনাফের হোয়াইক্যংয়ের মহেশখালিয়া পাড়ার বাসিন্দা।

টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান বলেন, আজ ভোরে টেকনাফের ঝিমংখালী পয়েন্টে নাফ নদে মাছ শিকারে যান নুর মোহাম্মদ ও কামাল। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী জেলেদের ধাওয়া করে তাঁদের ওপর গুলি করে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন নুর মোহাম্মদ এবং আহত হন কামাল। তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, ‘মূলত কী কারণে গুলি করা হয়েছে, তা জানতে তদন্ত করা হচ্ছে।’