বিস্ফোরণে সাত শিশু নিহত : বেলুন বিক্রেতাকে আসামি করে মামলা
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

হাসপাতালে চিকিৎসাধীন বেলুন বিক্রেতা আবু সাঈদ।
রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সাত শিশু নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে থানার উপপরিদর্শক (এসআই) সুমন বণিক বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় বেলুন বিক্রেতা আবু সাঈদকে আসামি করা হয়েছে।’
গতকাল বুধবার বিকেলে মিরপুরের রূপনগর এলাকায় বেলুনে ভরার গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় পাঁচ শিশু। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো এক শিশু। এ ঘটনায় ১৫ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়, যাদের বেশির ভাগই শিশু।
নিহত শিশুরা হলো শাহিন (১০), নূপুর (৭), ফারজানা (৯), জান্নাত (১৪), রমজান (৮), রিয়া মণি (৭) ও নিহার (৮)।