মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

আজ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১১:০০ এএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গতকাল রোববার সন্ধ্যা ৬টায় আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ সীতাকুন্ডে ৪৮ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ দশমিক ৭ ডিগ্রি এবং সর্বোনিম্ন দিনাজপুর ও তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

ঢাকায় আজ সোমবার বাতাসের গতিবেগ ৬ থেকে ১২ কিলোমিটার। গতকালের মতো রয়েছে। ঢাকায় আজ সূর্যোদয় হয়েছে ৬টা ২ মিনিটে এবং সূর্যাস্ত হবে ৫টা ২৩ মিনিটে।