জন্মদিনের দাওয়াতে যাওয়া যাবে?
আল আমিন
প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার

প্রশ্ন : আমার কোনো আত্মীয় যদি জন্মদিনে দাওয়াত করেন, তাহলে ওই দাওয়াতে কি আমার যাওয়া উচিত। যদি না যাই, তাহলে তিনি রাগ করবেন। এখন আল্লাহর বিধান কোনটা, সেটা কি জানাবেন।
উত্তর : যদি জন্মদিনে আপনাকে দাওয়াত করে আর সেখানে কোনো না কোনো কারণে আপনার উপস্থিত হওয়া বাধ্যতামূলক হয়ে থাকে, তাহলে আপনি সেখানে উপস্থিত হয়ে তাদের বলবেন যে এ ধরনের কোনো অনুষ্ঠান ইসলামী শরিয়তের মধ্যে জায়েজ নেই, এই কথা বলে আপনার দায়িত্ব পালন করে আপনি চলে আসবেন। তবে উত্তম হলো এ ধরনের কাজে তাদের সহযোগিতা না করা। যেহেতু ইসলামী সংস্কৃতির সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এসব কাজে ইমানদার ব্যক্তিরা জড়িত হবেন না। কোনো না কোনো ক্ষেত্রে আত্মীয়তা, পারিবারিক বা সামাজিক কারণে যদি যেখানে উপস্থিত হওয়াটা বাধ্যতামূলক হয়, তবে সে ক্ষেত্রে আপনি সেখানে গিয়ে তাদের কিছু নসিয়ত করে আসতে পারেন যে এ ধরনের অনুষ্ঠান ইসলামী শরিয়তের মধ্যে জায়েজ নেই, কিন্তু আন্তরিক সম্পর্কের কারণে দাওয়াতে অংশগ্রহণ করলাম, এ কথা বলে আপনি চলে আসতে পারবেন। এই কাজটি করা আপনার জন্য নাজায়েজ হবে না।