ডেঙ্গুতে ২৪ ঘন্টা নতুন ভর্তি ৩২৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর
আমিনুল ইসলাম শান্ত
প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এদিকে রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৬ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৬ জন। আক্রান্তের মধ্যে ঢাকা বিভাগে ৭৮ জন এবং অন্যান বিভাগীয় শহরে আক্রান্ত হয়েছে ২৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১২৪ জন।