শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪   কার্তিক ৩ ১৪৩১   ১৪ রবিউস সানি ১৪৪৬

আইবিএর স্বপ্ন চোখে

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

অনেকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থীদের নাকি পাস করার আগেই চাকরি হয়ে যায়, এটা কি সত্যি?’ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের যেই তরুণ শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম, প্রশ্ন শুনে তাঁরা হাসলেন। সবার হয়ে উত্তর দিলেন মুহম্মদ শাফায়াত। ‘পুরোপুরি সত্যি না। এটা ঠিক যে কোথাও চাকরির আবেদন করলে প্রাথমিক বাছাইয়ে সাধারণত আইবিএর শিক্ষার্থীরা অগ্রাধিকার পান। তারপর কিন্তু আমাদের বন্ধুদের সঙ্গে আমাদেরই প্রতিযোগিতা করতে হয়।’

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) বা আইবিএ মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। এর সুনামের পেছনে দক্ষ শিক্ষক, আধুনিক শিক্ষাব্যবস্থার যেমন ভূমিকা রয়েছে, তেমনি গতানুগতিকতার বাইরে বেশ কাঠামোবদ্ধ একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে সীমিতসংখ্যক শিক্ষার্থী বেছে নেওয়ার পদ্ধতিটিও গুরুত্বপূর্ণ। ব্যবসায় প্রশাসন নিয়ে যাঁরা পড়তে চান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ তাঁদের জন্য একটা স্বপ্নের জায়গা। দীর্ঘদিনে আইবিএর শিক্ষার্থীদের একটা সুনাম তৈরি হয়েছে। দেশের বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় পদে আছেন যেই প্রাক্তন শিক্ষার্থীরা, তাঁরাও প্রতিষ্ঠানটির একটা বড় শক্তি।