মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

ফের ট্যুইটারে উষ্ণতা ছড়ালেন রুক্মিণী!

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ০৮:৪২ এএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

গ্ল্যামার ক্যুইন, ফ্যাশানিস্ট, স্টাইলিশ অভিনেত্রী রুক্মিনী মিত্র। এবার তিনি নিজের ট্যুইটার টাইমলাইনে একটি হট ছবি পোস্ট করে ফের আগুন ধড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷ পুরনো ফোটোশ্যুটের ছবিটি পোস্ট করে লিখেছেন, “Work mode on.”

টলিউডের হটেস্ট অভিনেত্রীদের মধ্যে একজন তিনি৷ তবে যতই মডার্ন হোক, বাঙালিয়ানা ভরপুর রয়েছে তাঁর মধ্যে৷ এমনি সাধারণ স্বভাবের মেয়ে রুক্মিনী মিত্রের সাজগোজে রয়েছে অভিনবত্ব৷ সাধারণ পোশাকও অসাধারণ করার মতো ক্ষমতা রাখেন তিনি৷

এথনিক হোক কিংবা ওয়েস্টার্ন, সব জায়গাতেই সাবলিল তিনি৷ কথা বলা, হাঁটাচলা, নিজেকে ক্যারি করা সব জায়গাতেই টলিপাড়ার অন্যান্য নায়িকাদের থেকে বেশ আলাদা রুক্মিনীর স্টাইল৷ 

সদ্য ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন অভিনেত্রী৷ কাজ থেকে সময় পেতেই নিজের ট্র্যাভেল ডায়রির পাতা উল্টোতে শুরু করেছিলেন রুক্মিনী৷ বিদেশে ঘোরার একের পর এক ছবি আপলোড করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়৷ তাঁর এই ট্র্যাভেল ডায়রিজই বেশ ভাইরাল হয়েছে৷ নায়িকার ছবি দেখে ইনস্প্যায়ারড হচ্ছে তাঁর ফ্যানরা৷