বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী
খালিদ ওবায়দুল্লাহ
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

বিআরডিবি পরিচালিত বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ বেতন ভাতাসহ চাকরী নিশ্চিতকরণে দাবীতে পহেলা সেপ্টেম্বর থেকে পল্লী ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করছেন।
‘কর্মকর্তা কর্মচারী এক্য পরিষদ’ ব্যানারে তিন দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়ে অবস্থান ধর্মঘটে নেমেছে। এসময় তারা বলেন, বেতন ভাতাবিহীন ও চাকরীর অনিশ্চয়তা নিয়ে অনেক বছর ধরে দারিদ্র বিমোচন প্রকল্পে কাজ করে যাচ্ছি। কিন্তু ১৫/২০ বছর কাজ করার পরও চাকরি স্থায়ীকরণ হয়নি। বেতন-ভাতার নিশ্চয়তা দিচ্ছে না। দাবি আদায়ে উপস্থিত সকলের স্বাক্ষর সাপেক্ষে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সমস্যার সমাধানে অবস্থান ধর্মঘট অব্যাহত রাখেন।