বাজারে আসছে নতুন ইলেক্ট্রনিক সানরুফ
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৫:৪১ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

নতুন রুপে ফিরছে টাটা হ্যারিয়ার। নতুন ইলেক্ট্রনিক সানরুফের সঙ্গে টাটা মোটরসের অত্যাধুনিক যন্ত্রাংশের মিশেলে নতুন রুপে আবার ও ফিরছে এই এসইউভি এমনটাই জানিয়েছে টাটা মোটর কতৃপক্ষ৷ ক্রেতারা নতুন মডেলে এই সুবিধা তো পাবেন, তার সঙ্গে সঙ্গে পুরনো মডেলের গাড়িতেও এই সুবিধা নিতে পারবেন টাটা মোটরসের শো-রুম থেকে।
সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এমনটাই টাটা মোটরসের তরফ থেকে জানানো হয়। তারা জানায় এই নতুন ইলেকট্রিক সানরুফের দাম পরবে ৯৫,১০০ এবং সেটা গাড়িতে লাগানোর জন্য আলাদা করে লাগবে তার খরচ। মোটামুটি ১ লক্ষ টাকার কাছাকাছি পরবে এই সানরুফ লাগাতে।
২০১৯ সালে এই গাড়ি আসার পর থেকে টাটা হ্যারিয়ার ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এবং বর্তমানে প্রায় ১০০০০ হ্যারিয়ার চলাচল করে ভারতে। ক্রেতাদের কাছে আরও নতুন সুবিধা নিয়ে আসার জন্য তারা এই নতুন সানরুফ নিয়ে আসছে বলে জানিয়েছেন তারা। ক্রেতারা খুব দ্রুতই তাদের কাছের টাটা শোরুম থেকে এই সুবিধা নিতে পারবে।
এই সানরুফ বানিয়েছে ওয়েবাসিতো কোম্পানি এবং লাগানোর ২ বছর পর অবধি এই সানরুফের ওয়্যারান্টি থাকবে বলেও জানিয়েছে তারা। টাটা কতৃপক্ষ জানিয়েছে, এই সানরুফ লাগানোর ফলে গাড়ির ভিতরের সৌন্দর্য আরও ভালোভাবে দেখা যাবে বাইরে থেকে৷ এছাড়াও, ইউভি রে কেও প্রতিহত করতে পারবে এই রুফ। তাছাড়া, অতিরিক্ত আলো প্রবেশ করতেও বাঁধা দেবে এই রুফ৷ যার ফলে সুবিধা হবে ড্রাইভারদেরও।