মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

ল্যাপটপের যত্ন

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

বর্তমান প্রযুক্তির যুগে গুরুত্বপূর্ণ ফাইল, ডকুমেন্ট, ছবি, পছন্দের সিনেমা সবকিছু গুছিয়ে রাখতে অনেকেরই প্রথম পছন্দ ল্যাপটপ। তাই এমন প্রয়োজনীয় গেজেটটি হঠাৎ বিগড়ে গেলে ঝামেলার শেষ নেই। তবে একটু সতর্ক আর ঠিকঠাক যত্ন নিলেই ল্যাপটপ অনেক দিন ভালো থাকবে এবং ঝামেলা এড়ানো সম্ভব হবে।

 

কী করবেন
ল্যাপটপের প্রধান শত্রু ধুলাবালি। আর ল্যাপটপে এই ধুলাবালি ক্রমশ জমতে থাকলে, ল্যাপটপ গরম হয়ে যাওয়াসহ নানা সমস্যা দেখা দিতে পারে। তাই সর্বদা ল্যাপটপ পরিষ্কার রাখার চেষ্টা করুন। তবে ল্যাপটপ ঘষাঘষি করে পরিষ্কার করতে যাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। পরিষ্কার করার জন্য ল্যাপটপের পাওয়ার অফ করে আলগা ধুলা সুতি নরম কাপড় দিয়ে মুছে নিন। কিবোর্ড পরিষ্কার করার জন্য ব্রাশ ব্যবহার করতে পারেন। এ ছাড়া কমপ্রেসড এয়ার ক্যানও ব্যবহার করতে পারেন। কিবোর্ডে ময়লা বেশি থাকলে মাইক্রোফাইবারের কাপড় হোয়াইট ভিনিগারে ডুবিয়ে আলতো করে মুছে নিন। সরাসরি পানি বা গ্লাস ক্লিনার দিয়ে মুছবেন না। নতুন ল্যাপটপ কেনার সময় অবশ্যই কিবোর্ড প্রোটেক্টর লাগিয়ে নিন। ল্যাপটপ টাচ স্কিনের হলে স্কিন প্রোটেক্টর ব্যবহার করুন।

ল্যাপটপের এয়ার ভোল্ট যেন পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখুন। গরম স্থান, হিটার বা রান্নাঘরে ল্যাপটপ ব্যবহার করা উচিত নয়। বন্ধ গাড়ির তাপমাত্রা বেশি থাকে। তাই ল্যাপটপ বেশিক্ষণ গাড়িতে ফেলে রাখবেন না। অনেক ল্যাপটপের এয়ার ভোল্ট নিচের দিকে থাকে। তাই বিছানা বা বালিশের ওপর ল্যাপটপ রাখলে তাপ বেরোতে পারে না। ফলে ল্যাপটপের ক্ষতি হতে পারে। টেবিল বা সমান কোনো স্থানে রেখে ল্যাপটপ ব্যবহার করুন।

ল্যাপটপে কাজ করার সময় চা, কফি বা ঠান্ডা পানীয় থাকলে সাবধানে থাকুন। অসাবধানতার কারণে ল্যাপটপের ক্ষতি হয়ে যেতে পারে। আবার শর্ট সার্কিটের সম্ভাবনাও থাকে। তাই খাবার খাওয়া অবস্থায় ল্যাপটপ ব্যবহার করা উচিত নয়।

ল্যাপটপ এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য ডিসপ্লে ধরে তুলবেন না। ল্যাপটপের নিচের অংশ ধরে সরিয়ে নিন। কারণ ল্যাপটপের নিচের অংশের ভার বেশি থাকে। তাই ল্যাপটপের জয়েন্ট আলগা হয়ে যেতে পারে। এ ছাড়া ল্যাপটপের ওপর মোটা বা ভারী কিছু রাখবেন না। এতে ডিসপ্লে বা কিবোর্ডের ক্ষতি হতে পারে।

ল্যাপটপে কাজ হয়ে গেলে ডিসপ্লে ইউনিটটি বন্ধ করে রাখুন। এতে ল্যাপটপ অযথা ময়লা হবে না। অনেকে আবার ডিসপ্লে কিছুটা নামিয়ে স্ট্যান্ডবাই মুডে রেখে দেন।  এক্ষেত্রে সতর্ক থাকুন ডিসপ্লের ওপর পেন, পেনসিল, হেডফোন ইত্যাদি যেন না থাকে। এতে ডিসপ্লে হঠাৎ বন্ধ করে দিলে ল্যাপটপের ক্ষতি হতে পারে।  ল্যাপটপ সারাতে দেওয়ার আগে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর ব্যাকআপ অবশ্যই নিয়ে রাখুন। হঠাৎ করে ল্যাপটপ খারাপ হলে অনেক সময় ফরম্যাট দিতে হয়। তাই সাবধান থাকা দরকার।

ল্যাপটপ নিয়ে ট্রাভেল করার সময় ল্যাপটপ কভার ব্যবহার করুন। এতে ধুলা-ময়লা, স্ক্র্যাচ বা হঠাৎ আঘাত লাগা থেকে ল্যাপটপ নিরাপদে থাকবে।

ল্যাপটপে এন্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন। নানা ধরনের ওয়েবপেজ খোলা, পেনড্রাইভ ফাইল ট্রান্সফার করা  ইত্যাদি কারণে ল্যাপটপ ভাইরাসে আক্রান্ত হতে পারে।