শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

হার্ট অ্যাটাকের বয়স হয় না, যে কোনও মুহূর্তেই যে কোনও মানুষ হার্ট অ্যাটাকের মতো মারণাত্মক সমস্যার মুখোমুখি হতে পারেন।

তবে চিকিত্সকদের মতে হার্ট অ্যাটাকের আগেই প্রাথমিক লক্ষণগুলো মানুষকে সাবধান করে দেয়। তাই জেনে নেওয়া যাক হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণগুলি কী কী-

মাঝে মাঝে বুকে হঠাত্ ব্যথা চিনচিন করে ওঠে, এটি কিন্তু কখনওই অবহেলা করবেন না কারণ হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ হল মাঝে মাঝে বুক চিনচিন করে ওঠে।

অনেক সময় দেখা যায় ছোটখাটো কারণে শ্বাসকষ্ট হয় এই শ্বাসকষ্ট সব সময় ঠান্ডা লেগে না হতে পারে, চিকিত্সকরা বলে থাকেন হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ কিন্তু শ্বাসকষ্ট।

অনেক সময় বুকের মাঝে চাপ লাগে সেই চাপ যদি কয়েক মিনিট বা তার বেশি ক্ষণ ধরে স্থায়ী হয় তাহলে বুঝবেন হার্ট অ্যাটাক শীঘ্রই এগিয়ে আসছে।

পিঠ ঘাড় চোয়াল বা পাকস্থলিতে অস্বস্তি অনুভূত হওয়াটাও কিন্তু হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ।

অনেক সময় খুব ঘাম বেরোতে থাকে এবং পরে ঘাম বসে ঠান্ডা অনুভূত হয় এই ঘামের লক্ষণ কিন্তু হার্ট অ্যাটাকের দুর্বলতার লক্ষণ।

হঠাৎ করে চোখে ঝাপসা দেখা বা হাঁটতে সমস্যা হওয়া মাথা ঘোরা এগুলোও কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ার লক্ষণ হতে পারে।