ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার উপায়
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০১:৩১ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

প্রচণ্ড গরমে এখন হাঁসফাঁস অবস্থা। প্যাচপ্যাচে গরমে রাস্তাঘাটে ভিড় বাসে ঘামের দুর্গন্ধে ওঠা দায়। ভিড় বাসে ঝুলতে ঝুলতে ঘেমে-নেয়ে অফিসে পৌঁছালেও ঘামের দুর্গন্ধে অস্বস্তিকর অবস্থায় পড়তে হয় অনেককেই। বাড়ি থেকে বেরনোর আগে পারফিউম বা ডিওড্রেন্টে মাখলেও ঘণ্টা খানেকের মধ্যেই ঘামের দুর্গন্ধে তাও কেমন ফিকে হয়ে যায়। তাহলে উপায়! ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে কাজে লাগিয়ে দেখুন এই ৭ ঘরোয়া উপায়। ফল পাবেন হাতেনাতে।
১. বেকিং সোডার ১ চামচ সঙ্গে ১ চামচ পাতিলেবুর রস মিশিয়ে বগলে লাগান। মিনিট দুয়েক পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পান সহজেই।
২. স্নানের পর বগলে ১ চামচ পাতিলেবুর রস লাগিয়ে নিন আর সারাদিনের জন্য ঘামের দুর্গন্ধ থেকে রেহাই পান।
৩. তুলো ভিনিগারে ভিজিয়ে বগলে লাগান আর ঘামের দুর্গন্ধ থেকে সারাদিনের জন্য মুক্তি পান সহজেই।
৪. গোসলে পানির সঙ্গে টমেটোর রস মিশিয়ে স্নান করুন। দেখবেন সারাদিন গায়ে কোনো রকম দুর্গন্ধ হবে না।
৫. আধা কাপ পানিতে ২ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে বগলে লাগিয়ে নিন। দেখবেন দীর্ঘক্ষণ গায়ে কোনো রকম দুর্গন্ধ হবে না।
৬. অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সমৃদ্ধ শালগম বেটে বগলে লাগান। শুকিয়ে গেল উষ্ণ পানিতে ধুয়ে নিন। দেখবেন অন্তত ৯-১০ ঘণ্টা গায়ে ঘামের দুর্গন্ধ হবে না।