প্রশান্তের ক্রসফায়ার অবিশ্বাস্য কল্পকাব্য
এড. সৈয়দ নুরুর রহমান
প্রকাশিত : ০৫:৩১ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার

একজন প্রশান্ত, কুমিল্লা শহরের একজন ফটো সাংবাদিক, খুব পরিচিত কেউ না, সহজ সরল এক তরুণ। ফটো তোলা আর ভিডিওগ্রাফার হিসেবে দিন কাটে তার। গত শনিবার রাতে ক্রসফায়ারে প্রশান্তের মৃত্যুতে হতবাক হয়ে পড়েছি। কিছুতেই এ মৃত্যু মানতে পারছি না। প্রশান্তের নামে মাদকের কোন মামলা নাই। হঠাৎ করে প্রশান্ত মাদক ব্যবসায় নেমে পড়েছে কিংবা মাদক সিন্ডিকেটের সাথে জড়িয়ে পড়েছে তারও প্রমান নেই ।
যে ছেলেটির নামে মাদক মামলা নেই, যার অতীত রের্কড এ অপরাধ সংশ্লিষ্টতা নেই সে ছেলেকে কথিত ক্রস ফায়ারের নামে বিচার বর্হিভূত হত্যাকান্ডের মুখে কেন ঠেলে দেয়া হয়েছে জানি না। বুকের গভীরে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে। কারো জীবন কি এতো সস্তা। এক নিরীহ তরুণকে আইনশৃঙ্খলা বাহিনীর পোষাক পড়ে জীবন কেড়ে নেয়ার লাইসেন্স কি উন্মুক্ত?
মে মাসের ২২ তারিখে ক্যান্সারে অাক্রান্ত হয়ে মারা গেছেন প্রশান্তের মা আর ২৮ জুন বিজিবির কথিত বন্দুক যুদ্ধে প্রশান্তের প্রাণ কেড়ে নেয়া হয়েছে। একজন আইনজীবী হিসেবে কখনোই বিচার বহির্ভূত হত্যাকান্ড সমর্থন করি না। তার উপর প্রশান্তের মতো নিরপরাধ তরতাজা এক তরুণ প্রাণকে যখন মৃত্যুমুখে ঠেলে দেয়া হয়, তখন অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ি।
যখন মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে কঠোর যুদ্ধে নেমেছেন, চলমান মাদক বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ ও ম্লান করে দেয়ার জন্য কারা তৎপর সে চক্রটিকে চিহ্নিত করা খুব জরুরী। অতি দ্রত প্রশান্তের বিচার বর্হিভূত হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করছি।
ফেইসবুক থেকে সংগৃহীত