সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

মানবিক ঢাকা সোসাইটি গলাচিপা উপজেলা শাখার কমিটি ঘোষনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ১৯ জুন ২০১৯ বুধবার

পরিচ্ছন্ন, স্মার্ট, আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত মানবিক ঢাকা সোসাইটির গলাচিপা শাখার কমিটি গঠন করা হয়েছে। এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। সভাপতি নাজমুল হক এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মেহরানকে মনোনীত করা হয়।
গত বৃহস্পতিবার ১৩ জুন মানবিক ঢাকার চেয়ারম্যান আদম তমিজী হকের নির্দেশে কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, মানবিক ঢাকা সোসাইটির উল্লেখযোগ্য কাজ হল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সুবিধা বঞ্চিতদের জন্য নির্মিত স্বাস্থ্যসম্মত টয়লেট, ছিন্নমূল শিশু কিশোরদের জন্য মানবিক স্কুল তৈরি করা। তারই ধারাবাহিতায় মানবিক ঢাকার সমাজ ও মানুষের জীবনযাত্রায় নতুন চমক আনতে শুরু করছে ব্যবসায়ী, রাজনীতিবীদ ও সমাজসেবক আদম তমিজী হক।