ঈদে ঘর সাজান প্রাকৃতিক আবহে
প্রকাশিত : ০৮:০৮ পিএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার

ঈদের আর মাত্র কয়েক ঘণ্টা বাকী। ঈদ নিয়ে অনেক পরিকল্পনা থাকে সবারই। এরই মধ্যে তার বেশকিছু করাও হয়ে গেছে অনেকের। বিশেষ করে কেনাকাটা সেরে ফেলেছেন বেশিরভাগ মানুষই। ঈদের সময়ে শুধু নিজেকেই সাজালেই উৎসবে পরিপূর্ণতা আসে না, ঘরদোরও সাজাতে হয় নতুন করে। ঈদের আমেজে ঘর সাজাতে ফুল একটি বড় ভূমিকা পালন করে। সেই সাথে নানান সুগন্ধির ব্যবহার তো আছেই। ঈদে ঘর সাজাতে ফুল, আলো এবং সুগন্ধির ব্যবহার জেনে নেওয়া যাক।
বাড়ির দরজাতেই ফুটে উঠে একটি বাড়ির ভেতরের পরিবেশের অনেকটাই। তাই ঈদের অন্দরসজ্জার ক্ষেত্রে বাড়ির প্রবেশ মুখটিকেও প্রাধান্য দিতে হবে। এটি করতে খুব বেশি সময় লাগবে না। এমনকি খুব বেশি পরিশ্রমেরও প্রয়োজন নেই। অল্প একটু জায়গা থাকলেও সিঁড়ির কাছে কোন ফুল গাছের টব এনে সাজাতে পারেন। আগে থেকে কোন গাছ থাকলে সেটিকে বদলে নেয়া যেতে পারে। দেয়ালের কাছে মাটির কোন পটচিত্র বা আয়না ঝুলিয়ে দিতে পারেন। এতে করে খুব অল্প পরিশ্রমেই আপনার ঘরের দরজায় ফুটে উঠবে নান্দনিকতা।
তাজা এবং রঙিন ফুলের ব্যবহার করতে পারেন পুরো বাড়ি জুড়েই। এতে করে বাড়ির পরিবেশে একটি স্নিগ্ধ আবহ বিরাজ করবে। ভিন্ন ভিন্ন রঙের ফুল মনে নিয়ে আসবে উৎসবের আনন্দ। এই সময়ে গাছে গাছে কদম ফুলে ছেয়ে আছে। বৃষ্টিকে ফুটিয়ে তুলতে ঘরের মধ্যে রাখতে পারেন তাজা কিছু কদম ফুল। আপনার বাসায় সুন্দর এবং মার্জিত ভাব ফুটিয়ে তুলতে জায়গা বুঝে ফুলের ব্যবহার করতে হবে। বাসার আসবাবের সাথে মিল রেখে ফুল নির্বাচন করুন ফুল। আসবাবের রঙ বা এর কাছাকাছি রঙের ব্যবহার করলে আলাদা সৌন্দর্য ফুটে উঠবে। শোবার ঘরে বিছানার পাশেই বেডস্ট্যান্ডে রাখতে পারতেন একটি ফুলদানী। এছাড়া বাসার লবিও নানান রঙের ফুলে সাজিয়ে তুলতে পারেন। ইকেবানা করেও সাজাতে পারেন ফুল। মাটির বা টেরাকোটার বড় কোন পাত্রে পানি নিয়ে তাতে ফুল ছড়িয়ে দিন। এর সাথে সুগন্ধিযুক্ত মোমবাতি ব্যবহার করলে পরিবেশটাই কেমন অদ্ভুত সুন্দর হয়ে উঠবে। বিশেষ করে এখন বেলি আর কদম ফুটার সময়। তাই ঘর সাজানোর ক্ষেত্রে এই দুটি ফুল বেশি ব্যবহার করতে পারেন।
ফুল ছাড়াও ঘরের ভেত্রকার সৌন্দর্য বাড়িয়ে তুলতে কিছু ইনডোর প্লান্ট ব্যবহার করতে পারেন। এটি ঘরে বাড়তি সতেজতা নিয়ে আসবে। গাছের মধ্যে ক্যাকটাস, বনসাই, মানিপ্লান্ট, অর্কিড এবং পামট্রি রাখতে পারেন। এছাড়া পাতাবাহার গাছ দিয়েই একটি সুন্দর আবহ আসতে পারে বারান্দায়। গাছের পাশাপাশি সুন্দর সুগন্ধি কিছু মোমেরও ব্যবহার করতে পারেন ঘরের বিভিন্ন স্থানে।