ঢাকা-চট্টগ্রাম সড়কে উল্টে গেলো বালুবাহী ট্রাক ৫ কিলোমিটার যানজট
জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার

সড়কে বালুবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা অংশের ইলিয়টগঞ্জ বাজারের মুখে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনের ইলিয়টগঞ্জ বাজারের অংশে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। তবে যানবাহনের চাপ বেশি থাকায় কম সময়ে দীর্ঘ যানজটের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ‘সড়কে একটি বালুবাহী ট্রাক উল্টে যানজট সৃষ্টি হয়েছে। এতে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। আমরা ট্রাকটি সরানোর ব্যবস্থা করছি।