শেয়ারবাজার করপোরেট ক্রিকেট’২৫ এর চ্যাম্পিয়ন সিটি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১১:১৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

শেয়ারবাজারে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ডেইলি শেয়ারবাজার ডটকমের উদ্যোগে আয়োজিত “সিটি ব্যাংক শেয়ারবাজার করপোরেট ক্রিকেট’২৫ পাওয়ার্ড বাই বেষ্ট হোল্ডিংস সিজন-৪” এর চ্যাম্পিয়ন হয়েছে সিটি ব্যাংক পিএলসি। এছাড়া রানার-আপ হয়েছে আলিফ ইন্ডাষ্ট্রিজ । গত ২৩ এপ্রিল থেকে শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে টানা ৪ দিনের আয়োজনে অংশগ্রহণ করেছে ১২ দল।
দলগুলো হলো: সিটি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএনআইসিএল, ওয়ালটন, লংকাবাংলা সিকিউরিটিস, বিজিআইসি, নিটল ইন্স্যুরেন্স, ডিএসই থান্ডার স্ট্রাইকার্স, ইউসিবি স্টোক, দ্য স্ট্রেঞ্জার্স (বিএসইসি) ও প্রাইম ব্যাংক সিকিউরিটিস
প্রথম রাউন্ডের ১২ দল থেকে ৪টি দল: আলিফ ইন্ডাষ্ট্রিজ, বিজিআইসি, ওয়ালটন এবং সিটি ব্যাংক সেমি ফাইনালে উন্নীত হয়।
প্রথম সেমি ফাইনালে বিজিআইসিকে পরাজিত করে শেয়ারবাজার করপোরেট ক্রিকেটে দ্বিতীয় বারের মতো ফাইনালে উঠে আসে সিটি ব্যাংক। অন্যদিকে দ্বিতীয় সেমি ফাইনালে ওয়ালটনকে পরাজিত করে ফাইনালে সিটি ব্যাংকের মুখোমুখি হয় আলিফ ইন্ডাষ্ট্রিজ। ফাইনালে আলিফ ইন্ডাষ্ট্রিজকে হারিয়ে শেয়ারবাজার করপোরেট ক্রিকেট’২৫ এর চতুর্থ আসরের চ্যাম্পিয়ন হয় সিটি ব্যাংক।
চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন টুর্নামেন্টের চিফ অর্গানাইজার মনজুরুল হক রনি, দৈনিক ভোরের পাতার চিফ রিপোর্টার কাঞ্চন চৌধুরী সুমন, বিজনেস জার্নালের সম্পাদক হাসান কবির জনি এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ।
চার দিনের আয়োজন দিনভর এশিয়ান টেলিভিশন ডিজিটালে সরাসরি সম্প্রচার হয়েছে। উক্ত টুর্নামেন্টের আয়োজক হিসেবে কাজ করেছে ডেইলি শেয়ারবাজার ডটকম।