রোববার   ০৯ মার্চ ২০২৫   ফাল্গুন ২৫ ১৪৩১   ০৯ রমজান ১৪৪৬

সোনারগাঁয়ে ছিনতাইয়ের পর নারীকে গণধর্ষণ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইয়ের পর এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌর এলাকার দৈলেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী ওই নারী বাদী হয়ে ৮ জনকে আসামি করে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সোনারগাঁ থানায় মামলা করেন।

 

পুলিশ গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. সজিবকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার সজিব হাবিবপুর গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে। তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গণধর্ষণের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সোনারগাঁ থানায় দায়ের করা এজহার থেকে জানা যায়, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার ৪০ বছর বয়সী ভূক্তভোগী নারী বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তার দেবর কামাল হোসেনকে নিয়ে মদনপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বোনকে দেখতে যান।

 

পরে তার দেবর ও ওই নারী রাতে সিএনজি অটোরিকশা যোগে কৃষ্ণপুরা এলাকায় তার খালাত ভাই ইমনের বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা হন। পথে রাত সাড়ে ১১টার দিকে চিলারবাগ এলাকায় সজিবের নেতৃত্বে মো. হাসান, মো. আকাশ, মো. অয়ন, ফরিদ ওরফে বোম ফরিদ, সাকিব, সোহান ওরফে জঙ্গি সোহান ও সজিব ওরফে ব্লেড সজিব তাদের বহনকারী অটোরিকশার গতিরোধ করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদের দৈলেরবাগ এলাকার লাল মিয়ার পরিত্যক্ত টিনশেড বাড়িতে নিয়ে যান। তাদের মারধর করে নগদ ১৬ হাজার টাকা ও নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেন। পরে তারা অন্য একটি কক্ষে আটকে রেখে ভূক্তভোগী ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন। 

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুয়েত প্রবাসীর গাড়িতে ছিনতাইকালে সজিবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সজিবের গ্রেপ্তারের খবরে ওই নারী থানায় এসে হাজতে তাকে দেখতে পেয়ে চিনতে পারেন। এ ঘটনায় নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় রাতে সজিবকে প্রধান আসামি করে ৮ জনের নামে মামলা করেন।

 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভূক্তভোগী ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।