শিবগঞ্জে কোল্ড ষ্টোরের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানব বন্ধন
শরিফুল ইসলাম রাকিব, স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ১০:০০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুরিয়া বলরামপুর আলু ব্যবসায়ী এ্যাসোসিয়েশন ও কৃষকদের আয়োজনে চলতি মৌসুমে হিমাগারের মালিক কতৃক সংরক্ষিত। আলুর বস্তার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সাদুরিয়া বলরাম পুর শাহ সুলতান হিমাগার, আপসুন হিমাদ্রী লিঃ, ও কিচক বাজার আফাকু হিমাগারের সামনে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বর্তমানে এই উপজেলায় ১৭টি কোল্ডষ্টোরেজ রয়েছে।
গত বছরে প্রতি বস্তা ৩৫০ টাকায় ও কেজিতে ৫ টাকা ভাড়া নির্ধারণ ছিল। অথচ ষ্টোর কর্তৃপক্ষ কোন কিছু না জেনেই বিভিন্ন অজু হাতে চলতি মৌসুমে প্রতি বস্তায় ৪৮০ ও কেজিতে ৮ টাকা নির্ধারণ করার প্রতিবাদে গত কয়েক দিন যাবত উপজেলার কৃষক ও ব্যবসায়ীদের এই দাবীর প্রেক্ষিতে ষ্টোরে আলুর কার্ড (বুকিং) কার্যক্রম বন্ধ রয়েছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে ব্যবসায়ী ও কৃষকরা বলেন, দাবী পুরণ না হলে উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়ার কথা জানিয়েছেন।
তারা আরো বলেন, প্রয়োজনে আমরা ষ্টোরে তালা ঝুলিয়ে দিব। অযৌতিক ভাবে ভাড়া বৃদ্ধির ঘটনা তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আলু ব্যাবসায়ী এ্যাসোশিয়েসন এর সহ সভাপতি আইয়ুব আলী, শাহজাহান আলী, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সাদুরিয়া সাখার সভাপতি মোস্তফা মন্ডল, সাধারণ সম্পাদক আবু তালেব, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, কামরুজ্জামান, প্রচার সম্পাদক এরশাদুল।
কৃষক কায়েম উদ্দিন,মোশাররফ হোসেন, সানোয়ার,আবু হাসান,নাজমুল,আব্দুল কাদের,ফজলুর রহমান প্রমুখ। এব্যাপারে শাহ সুলতান হিমাদ্রী লি: এর ব্যবস্থাপক কাজি আনোয়ার হোসেন এর নিকট ভাড়া বৃদ্ধি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি কৌশলে পালিয়ে যান, পরে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি।