মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত : ১২:০০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার
উদ্দেশ্য প্রণোদিত হয়ে ভিত্তিহীন তথ্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, গতকাল ০১-০২-২০২৫ ইং (শনিবার রিপোর্টার্স ইউনিটে জালাল আহাম্মেদ জসিম নামে একজন ব্যবসায়ী সংবাদ সম্মেলনের মাধ্যমে উল্লেখ করেন, গাউসুল আজম মার্কেটে আমার নিজস্ব কোন দোকান নেই এবং আমি নাকি সমবায় সমিতি লিমিটেডের নিয়ম বহির্ভুত ভাবে অত্র মার্কেট সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি গাউসুল আজম মার্কেট নিচতলা ৩৩২ নং দোকানটি আমার নিজের। আমি সমবায় সমিতি লিঃ নিয়মনীতি অনুসরণ করে গাউসুল আজম মার্কেট এর সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছি। সেই সংবাদ সম্মেলনে বিভিন্ন দোকানে তালা দেওয়ার বিষয়ে যে বক্তব্য উপস্থাপন হয়েছে তার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আমি দায়িত্ব গ্রহণ কালে বেশ কয়েকটি দোকান তালাবদ্ধ অবস্থায় পাই। কে বা কারা তালাবদ্ধ করেছে সেই বিষয়ে আমি অবগত নই। বরং আমি দায়িত্ব গ্রহণ করার পর তালাবদ্ধ প্রতিষ্ঠান গুলো খুলে দেওয়ার ব্যবস্থা করি। সংবাদ সম্মেলনে জালাল আহাম্মেদ জসিম তার ১৪ টি দোকানে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার বিষয় আমাকে জড়িয়ে যে তথ্য প্রদান করেছেন তাও সঠিক নয়। বিদ্যুৎতের বকেয়া বিলের কারণে সমিতির সিদ্ধান্ত মোতাবেক তার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল। তাছাড়া ছাত্র নেতা মো: হোসেন মিথুনকে জড়িয়ে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা যে চাঁদার কথা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম। আমি মনে করি আমার সুনাম নষ্ট করার জন্য ও আমাকে সকলের সামনে হেউ প্রতিপন্ন করার উদ্দেশ্যে তিনি গতকালকের সংবাদ সম্মেলন করেছেন। মার্কেটের ব্যবসায়ীরা জানান, বিগত সরকারের মদদপুষ্ট এই মার্কের্ট চরম বিশৃঙ্খল অবস্থায় ছিল। ৫ই আগস্টের পর জসিমের নেতৃত্বে আরো অরাজগতা সৃষ্টি করা হয়। কিন্তু বর্তমান ব্যবস্থাপনা কমিটি দায়িথ্ব নেওয়ায় শান্তি ফিরে আসে। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে আসীন হতে না পারায় জসীম কামালের বিরুদ্ধে এরকম ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছেন বলে মনে করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কাজী আশরাফুজ্জামান হাসু, রফিকুল আলম, সেলিম আকন্দ, মহিউদ্দিন মহিসহ মার্কেট সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।