শেরপুরে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার: গ্রেফতার ১
মোঃ মোস্তফা কামাল শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত : ০৬:৪১ পিএম, ৬ জানুয়ারি ২০২৫ সোমবার
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সিয়াম বাস কাউন্টারের সম্মুখ থেকে ৬ জানুয়ারি সোমবার ভোর রাতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি আনোয়ার হোসেন ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের আব্দুল ওয়াহেদ এর ছেলে।
জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিনের নির্দেশে এসআই শফিকুল ইসলাম, এএসআই শামছুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিয়াম বাস কাউন্টারের সম্মুখ থেকে আনোয়ার হোসেনকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল এর আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
এব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার দুপুরে ধৃত মাদক কারবারিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।