ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের ২৫তম বার্ষিক অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১১:৪০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার
ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) কলেজ ক্যাম্পাসের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটি ২৫ বছরে পদার্পণ উপলক্ষে কোম্পানীর ২৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানের সভাপতিত্বে প্রতিষ্ঠানের চেয়ারম্যান কর্ণেল এম আনোয়ারুল আজিম (অবঃ) উক্ত সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস বৃন্দ সভায় যোগদান করেন।
আয়োজিত সভায় শেয়ারহোল্ডারগণ ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ২০২৫ সালের জন্য শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সিদ্ধান্ত গ্রহন ও অনুমোদন করেন। বিগত বৎসরে কর্তৃপক্ষ বিচক্ষণতার সাথে কোম্পানীর কার্যক্রম পরিচালনা করায় শেয়ারহোল্ডারগণ ও সকল বোর্ড অফ ডিরেক্টর বৃন্দ সভায় সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানসমূহ দীর্ঘ ২৫ বছর যাবত মানুষকে বিশ্বস্ততার সাথে স্বাস্থ্যসেবা প্রদান সহ ডাক্তার, নার্স, হেলথ টেকনোলজিস্ট তৈরিতে দেশের চিকিৎসাখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২০২৪ সালে আই এম সি এইচ ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার এর নতুন যাত্রা শুরু হয়।