মুসলিম লীগের ১১৮তম প্রতিষ্ঠাতা বার্ষিকী আজ
শাহরিয়ার শ্রাবণ
প্রকাশিত : ০১:২৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার

বাংলাদেশ মুসলিম লীগের ১১৮তম প্রতিষ্ঠাতা বার্ষিকী আজ। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ'র মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন মুসলিম লীগের নেতৃবৃন্দ।
সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর পুরান ঢাকার বেগম বাজার কে এম আজম লেন কবরস্থানে মাজারে সূরা ফাতেহা পাঠ ও দোয়া
করেছেন বাংলাদেশ মুসলিম লীগের নেতৃবৃন্দ।
১৯০৬ সনে ৩০ ডিসেম্বর ঢাকার শাহবাগে নবাবদের বাগানবাড়িতে নওয়াব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগ। মুসলিম লীগের নিরলস চেষ্টা ও কর্মের মাধ্যমে ১৯৪৭ সালের ১৪ আগস্ট বিভক্ত হয়েছিল ভারত, প্রতিষ্ঠিত হয়েছিল পাকিস্তান। তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
মুসলিম লীগ নামক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে শেরে বাংলা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশেম, মাওলানা আকরাম খাঁ,খান এ সবুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আলহাজ মোহাম্মদ জমির আলী সহ বহু নেতৃবৃন্দ স্ব-স্ব ক্ষেত্রে ঐতিহাসিক অবদান রেখে গেছেন।