বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ৩ ১৪৩১   ১৬ জমাদিউস সানি ১৪৪৬

কমলগঞ্জ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

হিফজুর রহমান তুহিন, কমলগঞ্জ:

প্রকাশিত : ১০:০৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার

মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিক আল শাফিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, শিক্ষক দেবাংশু রঞ্জন পাল, সমরেন্দ্র সেন গুপ্ত বুলবুল, মঞ্জুর আহমদ আজাদ মান্না, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, মাও সোয়েব আহমদ প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তরা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

 

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

 

পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।