বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০৩ জমাদিউস সানি ১৪৪৬

বিআরটি প্রকল্প চালু হলে গাজীপুর-গুলিস্থান দূরত্ব হবে ১ ঘণ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:০১ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

বিআরটি প্রকল্পের কাজ শেষ হলে গাজীপুর-গুলিস্তান দূরত্ব ঘণ্টার ব্যবধানে নেমে আসবে বলে জানিয়েছেন উপদেষ্টা ফাওজুল কবির খান। ফাইল ছবি

বিআরটি প্রকল্পের কাজ শেষ হলে গাজীপুর-গুলিস্তান দূরত্ব ঘণ্টার ব্যবধানে নেমে আসবে বলে জানিয়েছেন উপদেষ্টা ফাওজুল কবির খান। ফাইল ছবি

যানজট কমিয়ে আনতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

​​​​​​

সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগকে দীর্ঘমেয়াদি টেকসই করা নিয়ে গোলটেবিল বৈঠকে তিনি এমন তথ্য জানান। আলোচনার আয়োজন করেছে আমেরিকান চেম্বার অব কমার্স।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, গাজীপুর থেকে গুলিস্থান পর্যন্ত বিআরটি প্রকল্প চালু হয়ে গেলেই পথ এক ঘণ্টায় নেমে আসবে। শহরমুখী মানুষদের জন্যে নরসিংদী এবং মুন্সীগঞ্জ থেকে দুটি কমিউটর ট্রেন চালুর কথাও ভাবছে সরকার।

তার মতে, এসবের মাধ্যমে যানজট কমিয়ে আনা যাবে। সঙ্গে বিকেন্দ্রীকরণের জন্যেও কী করা যায় তাও সরকার ভাবছে বলে জানান।