১০ দিনের সফরে লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৭:১৩ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
১০ দিনের সফরে আগামীকাল শনিবার লন্ডনে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ১০ দিন থাকার পর ১১ ডিসেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
বিএনপির একাধিক সূত্র জানায়, মির্জা ফখরুল রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন। এই সফরে লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ হবে।
তিনি দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন ১৩ ডিসেম্বর। সে জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।