আহত সাংবাদিক শান্তকে দেখতে হসপিটালে কপ ২৯ প্রেসিডেন্ট
স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ০৬:১৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
আহত সাংবাদিক শান্তকে দেখতে হসপিটালে কপ ২৯ প্রেসিডেন্ট ও আজারবাইজানের পরিবেশ ও খণিজ সম্পদ মন্ত্রী মুখতার বাবায়েভ
গত রবিবার সকালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জাতি সংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলন -কপ২৯ এ পেশাগত দায়িত্ব পালন কালে একটি দূর্ঘটনায় সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত গুরুতর আহত হয়ে রাজধানী বাকুর একটি হসপিটালে ভর্তি হয়।
দৈনিক তরুণ কণ্ঠ‘র প্রধান সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম শান্ত আহত হওয়ার খবর শুনে হসপিটালে তাকে দেখতে আসেন, জাতি সংঘের ২৯ তম জলবায়ু বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলনের (cop29)প্রেসিডেন্ট ও রিপাবলিক অব আজারবাইজানের পরিবেশ ও খনিজ সম্পদ বিষয়ক মাননীয় মন্ত্রী মূখতার বাবায়েভ।তিনি সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত’র শারিরীক খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য হসপিটাল কতৃপক্ষের প্রতি নির্দেশনা দেন।
এ সময় কপ২৯ প্রেসিডেন্টের সাথে আজারবাইজান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আহত সাংবাদিক শান্ত তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।