মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০১ জমাদিউস সানি ১৪৪৬

গাজীপুরে মাদক বিরোধী আলোচনা সভা ও রশি টান খেলা অনুষ্ঠিত

নজরুল ইসলাম,গাজীপুর

প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার

গাজীপুরে সদর উপজেলার নয়াপাড়া সাপ্তাহিক হাট কমিটির উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা ও রশি টান খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডগরী নয়াপাড়া এলাকায় সানরাইজ মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।


অনুষ্ঠানে ভাওয়াল মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক কবির হোসাইন মাস্টারের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মির্জাপুর ইউনিয়নের সভাপতি ফজলুল হক মুসল্লী,গাজীপুর সদর উপজেলা যুবদলের সদস্য সচিব এমারত হোসেন এবং মির্জাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মির্জাপুর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, গাজীপুর জেলা বিএনপির সদস্য আব্দুল বাশার, এবং মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরিফুল বাশার সজল,মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিদওয়ান হোসেন ইমন, যুগ্ম- সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান নিলয়, যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ সাদিক, সহ- সাংগঠনিক সম্পাদক রায়হান মাহমুদ।

অনুষ্ঠান শেষে, নয়াপাড়া গ্রাজুয়েট ফোরামের সহযোগিতায় একটি মাদকবিরোধী রশি টান খেলার আয়োজন করা হয়। "মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি" এই শ্লোগানে এ আয়োজন মাদক থেকে সমাজকে মুক্ত করতে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানায়।