দূর্নীতর রাজত্বের রাজা কানুনগো শ্রীপদ
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত : ০৫:২৪ পিএম, ১৩ নভেম্বর ২০২৪ বুধবার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কানুনগো মহারাজের রাজ্যের দূর্নীতির রাজত্ব কায়েম করে নিয়ে আছেন নামে তিনি শ্রীপদ দেব। জন্মস্থান শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের ঠাকুর চাঁন দেবের ছেলে। পেশায় একজন সরকারি চাকুরিজীবী।
ভুমি অফিসের কানুনগো পদে চাকুরি করেন। শ্রীমঙ্গল ভুমি অফিসে কয়েকবছর কর্মরত ছিলেন। এখন সিলেট জেলা অফিসে কর্মরত আছেন। মহারাজ ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত বেতন পেতেন ১৩তম গ্রেডে ১১০০০-২৬৫৯০ টাকা ২০২২ সাল থেকে বেতন পান ১০তম গ্রেডে ১৬০০০+ বাড়ি ভাড়া+চিকিৎসা+ আনুষাঙ্গিক। অথচ তিনি এখন কয়েকশো কোটি টাকার মালিক। আলিশান বাড়ি তৈরী করতে ব্যয় করেছেন কয়েক কোটি টাকা। শহরে আছে অনেক গুলি প্লট। শ্রীপদ ছিলেন কৃষিমন্ত্রী আব্দুস শহিদ ও উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়ের আস্থাভাজন।
গত জাতীয় নির্বাচনের সময় উৎকুচ দেন কোটি কোটি টাকা। মহারাজের নামে শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার মডেল থানায় দায়ের করা ০২ টি মামলার রযেছে। দুদক ও পুলিশের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ফন্দি ফিকির করছেন। গত বছর সরকারি পাসপোর্ট করার জন্য উনার ডিপার্টমেন্ট থেকে অনুমতি পত্র ও পেয়ে গেছেন। যে কোন সময় দেশ ছেড়ে পালিয়ে গিয়ে কলকাতার নিজ ফ্লাটে উঠতে পারেন বলে ধারনা করা হচ্ছে।