বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ১১ নভেম্বর ২০২৪ সোমবার

‘’গজারিয়ার বাবলা হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিরা আসামি’’ শিরোনামে ভোরের কাগজ পত্রিকায় একটি সংবাদ ছাপায় হয় । যাতে বলা হয়,রাজনৈতিক ফায়দা হাসিল করতে একটি মহল জনপ্রতিনিধিসহ কয়েকজন নিরপরাধ ব্যক্তিকে ওই হত্যা মামলায় আসামি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রামবাসী। যা সম্পুর্ন বানোয়াট ও ভিত্তিহীন। এছাড়াও  মুন্সীগঞ্জ জেলার আলোচিত ‘’উজ্জ্বল খালাসী ওরফে বাবলা’’ হত্যাকান্ড নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে । উল্লেক্ষিত সংবাদের বক্তব্য দানকারী  জসিম উদ্দীন প্রধান, মুলত উজ্জ্বল খালাসী ওরফে বাবলা হত্যা মামলার প্রধান আসামী  যা মামলার এজহার সুত্রে জানা গেছে ।  এছাড়াও প্রতিবেদন গুলোতে পরিবারের কোন বক্তব্য নেয়া হয়নি ,ষড়যন্ত্র মুলক এই প্রতিবেদন গুলো অপসাংবাদিকতার প্রতিচ্ছবি । উজ্জ্বল খালাসী ওরফে বাবলার পরিবারের পক্ষ থেকে  প্রকাশিত  সংবাদ গুলোর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ।


পরিবারের দাবী, ইমামপুর ইউনিয়নের মল্লিকের চরে চাঞ্চল্যকর উজ্জ্বল খালাসী ওরফে বাবলা  হত্যা মামলার আসামীরা ধরা ছোঁয়ার বাহিরে রয়েছেন।  এভাবে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেরানোর ফলে বাদী পরিবারের মধ্যে নানা শঙ্কা বিরাজ করছে। পরিবারটির সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। আবারও যেকোনো সময় এরা অপ্রতিকর ঘটনা সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন বাদীপক্ষ। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এ পরিবার।


উল্লেক্ষ্য গজারিয়ায় দুর্বৃত্তদের গুলিতে উজ্জল খালাশী ওরফে বাবলার (৪০) হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শহরের মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে মুন্সিগঞ্জ ও মতলব উত্তরের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন করে। এসময় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে অন্যদের মধ্যে বক্তৃতা করেন নিহত উজ্জল খালাশীর মা ফরিদা বেগম, স্ত্রী আফসানা আক্তার, মামা বাহাউদ্দিন বেপারী, বোন শিউলী আক্তার, রূপালী আক্তার প্রমুখ।


উজ্জ্বল খালাসির মামা বাহাউদ্দিন বেপারীর ভাষ্য , আমাদের অগোচরে যারা এসকল মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।