স্পেনে আকস্মিক বন্যায় নিহত অন্তত ৫১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার
স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৫১ জনে মৃত্যু হয়েছে। মঙ্গলবার থেকে প্রবল এবং টানা বর্ষণের জেরে বুধবার প্রদেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয় বলে জানিয়েছে ভ্যালেন্সিয়ার প্রাদেশিক সরকার।
স্পেনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকার বেশ কিছু ভিডিও শেয়ার করা হয়েছে। সেসব ভিডিওতে দেখা গেছে, বহু মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন, পানির স্রোতে ভেসে যাওয়া থেকে বাঁচতে গাছেও উঠেছেন অনেকে।
ভ্যালেন্সিয়ার গভর্নর বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, বন্যার কারণে প্রদেশের প্রত্যন্ত এলাকাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সে এলাকাগুলোতে বসবাসরত লোকজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
“পরিস্থিতি এতটাই খারাপ যে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরাও সেসব এলাকায় যাওয়া উপায় করতে পারছে না।”
বন্যার কারণে রাজধানী মাদ্রিদ এবং বার্সেলোনার বিভিন্ন শহরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, স্কুল এবং অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে ভ্যালেন্সিয়ার আলজিরা শহরে প্রবল বর্ষণের মধ্যে গাড়িতে আটকে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা করছেন দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা।
উদ্ধারকাজে জরুরি পরিষেবা কর্মীদের সহযোগিতার জন্য স্পেনের কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে কয়েকটি সেনা ইউনিটকে মোতায়েন করেছে। এই সেনারা উদ্ধার তৎপরতা পরিচালনায় দক্ষ।
ভ্যালেন্সিয়ায় বর্ষণ এখনও থামেনি। স্পেনের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এইমেট সর্বশেষ পূর্বভাসে ভ্যালেন্সিয়ায় লাল সতর্কতা সংকেত জারি করে বলেছে, শিগগিরই বর্ষণ না থামলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে।