রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জয়দেবপুর থানায় বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা উদ্ধার,নারীসহ গ্রেফতা

নজরুল ইসলাম,গাজীপুর

প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ২৬ অক্টোবর ২০২৪ শনিবার

গাজীপুর সদর উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ টাকা এবং নারীসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ জন মাদক সেবনকারীকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

 

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে জয়দেবপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ বিভাগ) আমিনুল ইসলাম।

 

 

তিনি জানান, গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানার একটি টিম স্থানীয় মৃত আমির কসাইয়ের বাড়িতে অভিযান চালায়। এ সময় বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে ৩৯ কেজি গাঁজা, ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুই বোতল বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১৮ লাখ টাকা। এছাড়াও মাদক বিক্রির নগত ৮ লাখ ৮১ হাজার ৯৩৫ টাকা জব্দ করা হয়। অভিযানে ২৫ জন মাদক সেবনকারীকে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

 

 

গ্রেফতারকৃত আসামিরা হলেন, গাজীপুর মহানগরের সদর থানার গজারিয়াপাড়া এলাকার কবির হোসেনের ছেলে মোছাদ্দিক হোসেন (৩২), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার ভরনিয়া গ্রামের মৃত নাইমুল হকের ছেলে মেহেদী হাসান মিরাজ (৩০), গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে ফাইমা আক্তার শান্তা (১৮), স্থানীয় জুরান শেখের মেয়ে টুনি (৫৫), একই জেলার শ্রীপুর থানার গাজীপুর গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে হাসিনা বেগম (৪৫)। তারা সবাই বানিয়ারচালা এলাকার আমির কসাইয়ের বাড়ির ভাড়াটিয়া। এ ছাড়া একই থানার মাওনা গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী লতিফা (২৪)।

 

 

সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আমিনুল ইসলাম, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।