শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

নাজিরপুরে সাংবাদিক জাকির এর ৫ম তম মৃত্যু বার্ষিকী পালন

প্রান্ত মিস্তী ( নাজিরপুর) :

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার

নাজিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠতা সাধারন সম্পাদক বরেন্দ্র সাংবাদিক মরহুম শেখ জাকির আহমেদ এর ৫ম মৃত্যু তম বার্ষিকী উপলক্ষে  পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

 

২৫শে অক্টোবর,  শুক্রবার আসর বাদ নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার,  সাবেক সভাপতি সঞ্জীব চন্দ্র রায়,  সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তুহিন,  যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার সিকদার,  দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম সোহেল,  কালবেলা প্রতিনিধি উথান মন্ডল,  নয়াদিগন্ত প্রতিনিধি আল-আমীন হাজরা সহ নাজিরপুর থানা মসজিদের ইমাম সহ মরহুম সাংবাদিক শেখ জাকির আহমেদ এর পরিবারের সদস্য বৃন্দ। 

 

এসময়ে সাংবাদিক শেখ জাকির আহমেদ এর স্মৃতিচরন বক্তব্যে বক্তারা বলেন,  সাংবাদিক শেখ জাকির আহমেদ শুরুতে দৈনিক পিরোজপুর দর্পন এ সাংবাদিক হিসেবে সাংবাদিকতা শুরু করলেও পরবর্তীতে তিনি বাংলাদেশের বহু সনামধন্য জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেন । সাংবাদিকতা পেশা ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথেও যুক্ত ছিলেন।

বক্তারা আরো বলেন, তরুণ প্রজন্মের কাছে মরহুম শেখ জাকির আহমেদ একজন সৎ ও নির্লোভতার আদর্শ স্বরূপ বেঁচে থাকবেন।