রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝরো হাওয়ার শঙ্কা

কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী - পটুয়াখালী

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ২ অক্টোবর ২০২৪ বুধবার

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

 

বুধবার (২ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। 

 

এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

এদিকে বুধবার সকাল থেকে উপকূলীয় রাঙ্গাবালী ও পায়রা বন্দর এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। রাঙ্গাবালীর কিছু জায়গায় গুড়িগুড়ি বৃষ্টি ঝরছে। মঙ্গলবার রাতেও আকাশ ছিল মেঘাছন্ন। নদ-নদীর অবস্থা কিছুটা স্বাভাবিক থাকলেও সাগর উত্তাল হয়ে উঠছে।

 

আবহাওয়া অফিস বলছে, উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।