বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫   পৌষ ২৫ ১৪৩১   ০৯ রজব ১৪৪৬

পাংশায় জাতীয় কন্যা দিবস পালন

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

রাজবাড়ীর পাংশায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর)  বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

 

র‍্যালী ও আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ  মাসুদুর রহমান রুবেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন-  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ছালাম সিদ্দিকী, পাংশা মডেল থানার প্রতিনিধি এসআই মোঃ রাজিব ও ইসলামি রিলিফ বাংলাদেশ পাংশা উপজেলা শাখার ম্যানেজার সুমি বিশ্বাসসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। জাতীয় কন্যা ও শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।