রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

দৈনিক তরুণ কন্ঠ পত্রিকার অনলাইনে ২২ সেপ্টেম্বর প্রকাশিত ’বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় । এটি কোন পক্ষপাতিত্ত নিউজ নয়। যেহেতু তাৎক্ষনিক তথ্য প্রাপ্তের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে সেহেতু দৈনিক তরুণ কন্ঠ পত্রিকা কর্তৃপক্ষ সহানুভুতিশীল হয়ে দুঃখ প্রকাশ করেছে।


‘বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট ’শীর্ষক শিরোনামে প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন বাবু, এসএম আব্বাস, মো. আব্দুল মতিন। তারা দাবি করেছেন, প্রতিবেদনে উল্লেখিত অভিযোগের বিষয়ে তাদের দূরতম সম্পৃক্ততাও নেই। উল্লেখিত প্রতিবেদনে যাদের ছবি দেখা যাচ্ছে তারা সবাই স্টেডিয়াম মার্কেট এবং হল মার্কেটের বেশকিছু দোকানের মালিক এবং বিশিষ্ট ব্যবসায়ী। প্রতিবেদনের একটা অংশে উল্লেখ করা হয়েছে হামলা এবং ভাঙচুরে ২০লাখ টাকার ক্ষতি হয়েছে। 


ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন বাবু, এসএম আব্বাস, আব্দুল মতিন এর বক্তব্য, যদি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে থাকে তাহলে তার সিসি ফুটেজ কোথায়, সামাজিক যোগাযোগমাধ্যম হামলা ও ভাঙচুরের অভিযোগ তুললো তা প্রকাশ করলোনা কেন? তাদের দাবি, যে দোকানে হামলার অভিযোগ আনা হয়েছে, তার অপজিটে ১০গজের ভিতরে আর্মি ক্যাম্প। তাদেরকে ইনফর্ম করেনি কেন? প্রতিবেদনে উল্লেখ করা হয় ঘটনা ১৯ তারিখের, তারপরও ৫দিন চলে গেল, এখন পর্যন্ত থানা-পুলিশ কোথাও আইনি ব্যবস্থা নেয়নি কেন?


অভিযোগ কারী খালেদ হোসেন পলাশ ব্যবসায়ীক কারনে প্রবাসে অবস্থান করছেন। তার ভাষ্যমতে তিনি দেশে আসলে এর বিরুদ্ধে আইনগত ভাবে হস্তক্ষেপ করে এর সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহন করবেন।