বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৪ ১৪৩১   ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বন্যা পরবর্তীতে স্থায়ী জলাবদ্ধতায় মনোহরগঞ্জবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার

স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১৪টিই আক্রান্ত হয়েছে। এর মধ্যে বন্যাকবলিত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি।

তবে অন্য উপজেলাগুলোর তুলনায় মনোহরগঞ্জ, লাকসাম ও নাঙ্গলকোটে বানের পানি কম হারে নামছে। এসব এলাকায় এখনো পানিবন্দী লক্ষাধিক মানুষ। আর মনোহরগঞ্জের বেশির ভাগ রাস্তাঘাট ডুবে আছে। ফলে জেলার দক্ষিণাঞ্চলের এই তিন উপজেলায় দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

 

 সবচেয়ে ক্ষতিগ্রস্থ মনোহরগঞ্জ উপজেলার বানভাসি মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত সময়ে ক্ষমতাসীন দলের লোকজন ও প্রভাবশালীরা বিভিন্নভাবে অঞ্চলগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী ও এর শাখা খালগুলো দখল করেছেন। এ ছাড়া ছোট-বড় খালগুলোও স্থানীয় প্রভাবশালীরা দখল ও ভরাট করেছেন। অনেক স্থানে খালের মধ্যে আড়াআড়ি বাঁধ দিয়ে তৈরি হয়েছে রাস্তা এমন কি বেড়ী করে মাচ চাষ ও করছেন অনেকেই। এসব কারণে এই  উপজেলার বন্যা পরিস্থিতির ভয়াবহতা কমেনি।

ভয়াবহতা আর সমস্যার পরিমান নিরুপন করে দ্রুততার সাথে সমাধানের আহবান জানিয়েছেন উপজেলা বিএনপির  সিনিয়র সদস্য ও বিশিষ্ট শিল্পপতি জনাব সলিম উল্লাহ।

সমস্যা সমাধানের সর্বাত্নক চেষ্টা করছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা ও নির্বাহী মেজিষ্ট্রেট জনাব শিরিন।