বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৪ ১৪৩১   ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

গাজীপুরে প্রভাব বিস্তারের জন‍্য একটি কারখানার শ্রমিকদের উপর হামলা

নজরুল ইসলাম,গাজীপুর

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

গাজীপুর সদর উপজেলায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের উপর হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি ও আওয়ামীলীগে নেতারা। এতে প্রায় ৩০ শ্রমিক আহতের খবর পাওয়া গেছে।

 

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকায় কনফিডেন্স টেক্সওয়ার লিমিটেড নামক কারখানায় এই ঘটনা ঘটে।

 

ওই কারখানার কর্মরত শ্রমিকদের সাথে কথা বললে জানা যায়, বিভিন্ন কারখানায় আন্দোলন হলেও এই কারখানায় কোন আন্দোলন হয়নি। তাই প্রতিদিনের মত কারখানায় কাজে যোগদানের জন্য কারখানায় প্রবেশ করে শ্রমিকরা। এ সময় কারখানার সামনে কিছু স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে কারখানার সামনে অবস্থান করে।

 

কিছু শ্রমিক বাহিরের দোকানে দাঁড়িয়ে থাকলে স্থানীয়রা তাদের মারধরের হুমকি দেয়। পরে শ্রমিকরা কারখানার ভিতরে প্রবেশ করে এবং কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বহিরাগতদের বিষয়ে জানতে চায়। এ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শ্রমিকরা বাক-বিতণ্ডায় জড়ায়। পরে কারখানার কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করে।

 

শ্রমিকরা বাড়ি ফেরার জন্য কারখানা থেকে বের হলে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে শ্রমিকদের উপর হামলা চালায়। এতে প্রায় ৩০ শ্রমিক আহত হন।

 

পরে অন্যান্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে স্থানীয় কাজী হসপিটাল কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে আহত একজনের অবস্থা আশঙ্কা জনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিএনপি ও আওয়ামীলীগ কিছু নেতারা কারখানা কর্তৃপক্ষকে ভয়-ভীতি দেখিয়ে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে শ্রমিকদের উপর হামলা চালিয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি'র স্থানীয় এক নেতা জানান, বিগত দিন কনফিডেন্স টেক্সওয়ার লিমিটেড কারখানায় আওয়ামী লীগের নেতারা ঝুট ব্যবসা করে আসছে। আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি'র দুইটি গ্রুপ ব্যবসা দখল নেওয়ার চেষ্টা করে। ভাওয়ালগড় ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক

বিল্লাল ও আওয়ামী লীগ নেতা হিরণসহ বিএনপির কিছু নেতারা একত্রিত হয়ে ঝুট ব্যবসা ধরে রাখার জন্য শ্রমিকদের উপর হামলা চালায়। এর কারণ হিসেবে তিনি জানান, বিএনপি’র একটা পক্ষকে ফাঁসানোর জন্যই এমন পরিকল্পিত ঘটনা ঘটিয়েছে। এসব বিষয়ে বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের নজরদারি বাড়াতে হবে। তা না হলে মাঠ পর্যায়ে বিএনপি’র ভাবমূর্তি নষ্ট হবে। 

 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, শ্রমিকদের উপর যারা হামলা করেছে তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।