পাংশা উপজেলার কৃতি সন্তান বর্তমানে নোয়াখালীর জেলা প্রশাসক
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ১২:০১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কৃতি সন্তান বর্তমানে নোয়াখালী জেলার জেলা প্রশাসক।
গত সোমবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রী পরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব, ক্রয় ও অর্থনৈতিক শাখা খন্দকার ইসতিয়াক আহমেদ কে নোয়াখালী জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এরআগে তিনি দীর্ঘদিন মন্ত্রী পরিষদ বিভাগে সংযুক্ত, উপসচিব ক্রয় ও অর্থনৈতিক শাখায় সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সদ্য নোয়াখালী জেলার জেলা প্রশাসক (ডিসি) ইসতিয়াক আহমেদ পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের খন্দকার রাজ্জাক এর ছেলে। বর্তমানে খন্দকার রাজ্জাক এর পরিবার সবাই রংপুর গাইবান্ধা শহরে বসবাস করেন। জানা যায়- ইসতিয়াক আহমেদ খন্দকার রাজ্জাক এর ছোট ছেলে।