পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

রাজবাড়ীর পাংশা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ( ৯ সেপ্টেম্বর ) উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টার দিকে উপজেলার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানা প্রতিনিধি ও সেকেন্ড অফিসার তরিকুল ইসলাম, পাংশা প্রেসক্লাবের সভাপতি এসএম রাসেল কবীর, সাংবাদিক মাসুদ রেজা শিশির, সাংবাদিক রতন মাহমুদ, সাংবাদিক উজ্জল হোসেনসহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও পাংশা উপজেলার বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তাগণ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।