বন্যার্তদের এক দিনের বেতন দিচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল
এম এ জলিল
প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার

লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল ও ( শান্তা হসপিটাল) এর সকল পরিচালক, ডাক্তার, কর্মকর্তা - কর্মচারীদের ১ দিনের বেতন ভাতা বন্যাত দুর্গত মানুষকে উৎসর্গ করলেন।
লাকসামে সুনামধন্য স্বাস্থ্যসেবা সেবা প্রতিষ্ঠান লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল ( শান্তা হসপিটাল) এর সকল পরিচালক পর্ষদ, ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারিদের ১ দিনের ভাতা বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী ( ত্রাণ) বিতরণ করা হয়েছে।
৩ সেপ্টেম্বর -২০২৪ লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের অশ্বতলা, ছনগাঁও, ও মনোহরপুর গ্রামে সরেজমিনে গিয়ে অসহায় হতদরিদ্র ও কর্মহীন পানিবন্দি ( পরিবার) এর হাতে ত্রাণ সামগ্রী তুলেদেন লাকসাম শান্তা হসপিটালের চেয়ারম্যান ও মানসিক নেতা আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বাকার সিদ্দিক।
ত্রাণ বিতরণ পূর্বে - জনাব আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বকর ছিদ্দিক বলেন, লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল ( শান্তা হসপিটাল) সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জান্নাচ্ছি স্বেচ্ছায় বন্যয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তিনি বলেন মানুষ মানুষের জন্য সমাজের সকল মানুষ যার যার অবস্থান থেকে আপনার আশেপাশে পানিবন্দি মানুষ