বন্যার্তদের জন্য ৮ কোটি টাকা দিলো বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ৮ কোটি ১৫ লাখ ৮০ হাজার ১৪৯ টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে এ চেক গ্রহণ করেন তিনি।
এরমধ্যে মধুমতি ব্যাংক ৫৯ লাখ ৫০ হাজার ১৫৩ টাকা, এশিয়ান রিজেন্সি ৩ লাখ ৯২ হাজার ৬৮৩ টাকা, পান্না ব্যাটারী লিমিটেড ২৫ লাখ টাকা, নভেল হ্যারিকেন নিট গার্মেন্টস লিমিটেড ২০ লাখ টাকা, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ১ কোটি ৫০ লাখ টাকা, ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কোম্পানি লিমিটেড ১৫ লাখ ৩৩ হাজার ৭১৪ টাকা, পূবালী ব্যাংক পিএলসি ৫ কোটি টাকা, সিলেট অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি ৮ লাখ ৬২ হাজার ৪৭৪ টাকা, অ্যাকশন এইড ১০ লাখ টাকা, এমইপি গ্রুপ ১০ লাখ টাকা, চাইল্ড ফাউন্ডেশন ১ লাখ ৫০ হাজার টাকা, নিকি থাই অ্যালুমেনিয়াম ৩ লাখ ৩২ হাজার ৩৬৫ টাকা, হানদা টেক্সটাইল লিমিটেড ২ লাখ ২১ হাজার ৭৭২ টাকা, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ১ লাখ ৩৬ হাজার ৯৮৮ টাকা, কাহনা নাজেল ৫ লাখ টাকার চেক জমা দিয়েছে।
উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।