লাকসামে ছাত্রলীগ কর্মী সুমনের বাড়িতে পুলিশের অভিযান
স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ০৪:০৮ পিএম, ২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

কুমিল্লা জেলার লাকসাম উপশহর এলাকার আজগরা ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সুমন হোসেন বাড়িতে রাতভর তল্লাশি চালায় পুলিশ। বুধবার (২৮ আগস্ট ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিভিন্নভাবে উসকানি দেয়া ও মারধরের অভিযোগে সুমনের বাড়িতে এ অভিযান চালিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সুমনের বিরুদ্ধে থানায় রাজনৈতিক ও সন্ত্রাসী মামলা রয়েছে এছাড়াও সে সোশ্যাল মিডিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উসকানিমূলক ভিডিও ও পোষ্ট আপলোড করছে। এমনকি সে দীর্ঘদিন থেকে ছাত্রলীগের সাথে জড়িত বিরোধী অপতৎপরতা ও নাশকতার সাথে জড়িত। স্থানীয় বিএনপি ও জামাত নেতাকর্মীদের সহযোগীতায় পুলিশ তাকে গ্রেফতারের উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান চালায়।এসময় তাকে বাড়িতে পাওয়া যায়নি।
স্থানীয় পুলিশ অফিসার বিষয়টি নিশ্চিত করে বলেন,সুমন গোপনে বিদেশে পালিয়েছে। তিনি আরোও বলেন,বিদেশে পাড়ি দেয়ার পরও তার অপতৎপরতা বন্ধ হয়নি।সোশ্যাল মিডিয়ায় সর্বদা ছাত্রদের বিরোধী পোস্ট ও উসকানিমূলক লেখালেখি চালিয়ে যাচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। আমরা তার বিরুদ্ধে নাশকতার একাধিক অভিযোগ পেয়ে তদন্তের স্বার্থে তার বাড়িতে এসেছিলাম। তাকে পাওয়া যায়নি তবে গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে ও যদি তাকে না পাওয়া যায় তাহলে আদালত তার সম্পত্তি (মালামাল) ক্রোকের নির্দেশ দিতে পারে বলে জানিয়েছেন তিনি।