রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

মুন্সীগঞ্জে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ২৬ আগস্ট ২০২৪ সোমবার

মুন্সিগঞ্জ জেলায় বালু উত্তোলন এবং মাদক কারবার নিয়ে অনেক বেশি খবর বা মামলা হলেও এবার নজরে এসেছে জায়গা দখলের অভিযোগ। মুন্সিগঞ্জের শ্রীপল্লীতে শাহরিমা আক্তার নামের এক নারীর পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। 

জানা যায়, বিবাদীরা তাদের পৈত্রিক সম্পত্তি জোর করিয়া দখল করিয়া রেখেছে এবং তাদের বিল্ডিংয়ের উপর দিয়ে ৩ ফুট জায়গা দখল করেছে। ইতোপূর্বে বিবাদীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় এই বিষয়ে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। 

থানায় অভিযোগপত্রে দেখা যায়, আমি নিম্নস্বাক্ষরকারী শাহরিমা আক্তার (২৭), পিতা শাহাবুদ্দীন মোল্লা, ঠিকানা (স্থায়ী) শ্রীপল্লি, গ্রাম শ্রীপল্লি, ইউনিয়ন-ওয়ার্ড ওয়ার্ড নং-০৩ মুন্সীগঞ্জ পৌরসভা, থানা মুন্সিগঞ্জ, জেলা মুন্সিগঞ্জ ও ঠিকানা বর্তমান।-বিল্ডিং-০৮ (খন্দকার ভিলা। গ্রাম- মিরপুর সেকশন-১ (ব্লক-সি), ইউনিয়ন ওয়ার্ড, ওয়ার্ড নং-০৮, থানা শাহআলী, জেলা ঢাকা।


থানায় হাজির হয়ে বিবাদী ১। সেতু ইসলাম (৪০), স্বামী এডঃ লাভলু মোল্লা ২। এডঃ লাভলু মোল্লা (৫০), পিতা- অজ্ঞাত, উভয় সাং- শ্রীপল্লি ৩। মিতু ইসলাম (৪২), স্বামী নুরুল ইসলাম মোল্লা, ৪। মুরাদ (২৬), পিতা- অজ্ঞাত, উভয় সাং- উত্তর ইসলামপুর, সর্ব থানা ও জেলা- মুন্সিগঞ্জের থানায় উপস্থিত হইয়া সাধারণ ডায়েরী করার জন্য জানাইতেছি যে, উল্লেখিত বিবাদীদের সহিত জায়গা সম্পত্তি নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। বিবাদীরা আমাদের পৈত্রিক সম্পত্তি জোর করিয়া দখল করিয়া রাখিয়াছে এবং আমাদের বিল্ডিংয়ের উপর দিয়া ৩ ফুট জায়গা দখল করিয়াছে। ইতোপূর্বে বিবাদীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করি। যার ডায়েরী নং ৬১৪/২৪, তাং- ১২-০২/২০২৪। বিবাদীরা বিগত সরকারের আমলে ওবায়দুল কাদের এবং স্থানীয় এমপি'র প্রভাব বিস্তার ক্ষমতা ও জোর জবিস্থ করিত। ইং ২৩/০৮/২০২৪ তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় আমাদের সম্পত্তিতে সীমানা প্রাচীর দেয়াল নির্মান করতে গেলে বিবাদীরা লাঠিসোঠা নিয়া আমাদের কাজে বাধা দিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া আমাদের উপর হামলা করে। এক পর্যায়ে ৩নং বিবাদী হাতে থাকা লোহার রড দিয়া আমার ভাসুর রাজিদুল হাসান (৩৯) ও আমার স্বামী সাব্বির হাসান আবিদ (২৭)কে লোহার রড দিয়া শরীরের বিভিন্ন স্থানে বাইরাইয়া নীলাফোলা জখম করে বিবাদী হাতে থাকা লোহার রড দিয়া আমার মাথায় বারি মারলে উক্ত বারি আমি বাম হাত দিয়া ফিরাইলে বাম হাতে নীলাফোলা জখম হয় এবং ধস্তাধস্তি করিয়া আমার মোবাইলে সংরক্ষণ করা প্রমানপত্র ডিলেট করার জন্য মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করে। আমাকে রক্ষা করতে আমার মা নাজমা আক্তার (৫৮) আগাইয়া আসিলে ৩নং বিবাদী হাতে থাকা রড দিয়া বাম হাতে বারিয়া মারিয়া নীলাফোলা জখম করে। আমাদের রক্ষা করতে আমার ভাসুর সাজিদুল হাসান (৩৯) কে ৪নং বিবাদী হাতে লোহার রড দিয়া উপর্যপুরী বাইরাইয়া বেদনাদায়ক নীলাফোলা জখম করে এবং ২নং বিবাদী উপর্যপুরী কিলঘুষি মারিয়া আঘাত করে। এবং বিবাদী মুরাদ লোহার রড দিয়া আমাকে ও আমার ভাসুরকে মারধর করতে তেড়ে আসে। উক্ত ঘটনা আমি মোবাইল ফোনে ভিডিও করলে ৪নং বিবাদী আমাকে মেরে ফেলার জন্য তেড়ে আসে। পরবর্তীতে বিবাদীরা আমাদের বাড়ী ঘর বাইরাইয়া ক্ষতি সাধন করে। সকল বিবাদীরা আমাদেরকে মারধর করিয়া হুমকি দিয়া বলে, তোদের ৪ জনের লাশ ফালাইয়া দিমু। তারপরও তোদের জ্ঞায়গায় কাজ করতে দিমু না। তোদের খুন করিয়া লাশ গুম করিয়া ফালামু বলিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাননাশের হুমকী প্রদান করে। উল্লেখ্য ইতোপূর্বেও বিবাদীরা আমাদেরকে মারধর করে। আমি আশংকা করছি উল্লেখিত বিবাদীদের দ্বারা যে কোন সময় আমাদের বাড়ী ঘর দখল সহ আমার ও আমার পরিবারের প্রাননাশ ঘটাইয়া ফেলতে পারে। বিবাদীদের হুমকীর ফলে আমরা আতংকে ও নিরাপত্তাহীনতা ভুগিতেছি।

এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।
অতএব, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে থানায় সাধারন ডাইরীভূক্ত করা হয়। মুন্সিগঞ্জ থানার ডিউটি অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম সাধারণ এই বিষয়টি নিশ্চিত করেন এবং এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেন।