আনসারদের ‘রেস্ট প্রথা’ বাতিল হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২৫ আগস্ট ২০২৪ রোববার
আনসারদের বাতিল রেস্ট প্রথা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, তিন উপদেষ্টা এবং অন্যান্য সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এখন থেকে আনসারে রেস্ট প্রথা থাকবে না৷
রোববার (২৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান৷
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একইসাথে অন্যান্য দাবি-দাওয়াগুলো নিয়ে একটি কমিটি করা হবে৷ এই কমিটি সবকিছু পর্যালোচনা করে আমাদের কাছে প্রতিবেদন পাঠাবে৷ সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে আমরা একটি সিদ্ধান্ত নেবো৷
বিস্তারিত আসছে...