রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

প্রধান উপদেস্টা ড. ইউনুসের পক্ষে লাকসামে বন্যার্তদের খাবার বিতরণ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: 

প্রকাশিত : ০৮:২১ পিএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার

“ডক্টর ইউনুস স্যারের নির্দেশ, বন্যার্তদের পাশে বাংলাদেশ -এই শ্নোগানকে ধারণ করে বাংলাদেশ বেতারের উপপরিচালক মোঃ মনির হোসেনের উদ্যোগে কুমিল্লার লাকসামে বন্যার্তদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

 শনিবার (২৪ আগস্ট) উপজেলার গোবিন্দপুর এলাকায় এ খাবার বিতরণ করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের উপপরিচালক মোঃ মনির হোসেন ও তার পরিবারের অর্থে বন্যার্তদের মাঝে ২৭০ প্যাকেট খাবার বিতরন করা হয়। প্রতি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল ও ১ কেজি ডাল।

উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ও মোহাম্মদপুর ঈদগাঁও আশ্রয় কেন্দ্রে এ খাদ্য বিতরণ করা হয়। লাকসামের উপজেলা প্রশাসন, লাকসাম থানা নির্বাহী  কর্মকর্তা এ কাজে সার্বিক সহযোগিতা করেন।

এ সময় লাকসাম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল-আমিন, সামাজিক ব্যক্তিত্ব মাওলানা ফখরুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত লাকসামের ছাত্রবৃন্দের মধ্যে মারূফ, সিয়ামসহ অনেক ছাত্র নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।