রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

বেনাপোলে বিপুল পরিমাণ শাড়ী-থ্রিপিস,থান কাপড় আটক

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার

দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল  দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা ব্লিচিং পাউডারের ড্রাম থেকে বিপুল পরিমান উন্নতমানের শাড়ি, থ্রিপিস ও থান কাপড় জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

 

আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে বেনাপোল বন্দরের ৩৪ নং শেড থেকে  এই পণ্য চালানটি জব্দ করা হয়। 

 

বেনাপোল কাস্টমস সূত্র থেকে  জানা যায়, গোপন সংবাদে কাস্টমসের ডেপুটি কমিশনার অথৈল চৌধুরীর নেতৃত্ব বন্দরের ৩৪ নম্বর শেডে অভিযান পরিচালনা করে ২ টি ট্রাকে তল্লাশি চালিয়ে ব্লিচিং পাউডারের চালানের মধ্যে শাড়ি-থ্রিপিস ও থান কাপড় পাওয়া যায়। জব্দকৃত পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান খুলনার সোনা ডাংগার জামাল বাণিজ্য ভাণ্ডার। রপ্তানিকারক প্রতিষ্ঠান কলকাতার ব্রাকপুরের চারুবালা এন্টারপ্রাইজ। পণ্যে ঘোষণা দেওয়া আছে ব্লিচিংপাউডার কিন্তু পাওয়া গেল  শাড়ি-থ্রিপিস ও থান কাপড়। মিথ্যা ঘোষণা দিয়ে ব্লিচিংপাউডারের পরিবর্তে শাড়ি-থ্রিপিস ও থান কাপড় আমদানি করা হয়েছে। পণ্য চালানটি ছাড় করণের দায়িত্বে ছিল বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট চৈতি এন্টারপ্রাইজ।

 

বন্দরে জব্দকৃত পণ্যর চালানটির আমদানি মূল্য ৩২০১০ মার্কিন ডলার, ওজন ৩৩১২০ কেজি। যার মেনিফেস্ট নাম্বার ৩২৬১।

 

বেনাপোল কাস্টমসের যুগ্ম-কমিশনার শাফায়েত হোসেন বলেন, বেশি মুনাফা করার লক্ষ্যে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চালানটি খালাসের চেষ্টা করছিল আমদানিকারক। কাস্টমসের ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় চালানটি নজরদারিতে রাখার পর আজ বিকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা চালানটি জব্দ করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।