ছাত্র জনতা হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৭:০৯ পিএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার

ঢাকার সিংগাইরের ধল্লা ইউনিয়নে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িত ও উস্কানিদাতাদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধল্লা ইউনিয়নের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা।
রবিবার (১৮ আগস্ট) বেলা ১১টায় ইউনিয়নের স্কুল মাঠে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন ।
এ সময় ধল্লা ইউনিয়নের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা মনির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার সাথে জড়িত, উস্কানি ও মদদদাতাদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে।
এছাড়াও তিনি আরও বলেন,ধল্লা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলো রাজনীতি মুক্ত রেখে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ও ফ্যাসিবাদ থেকে মুক্ত রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবি করেন।
এছাড়াও বিভিন্নস্থরের শিক্ষার্থীরা দাবি করেন, ধল্লা ইউনিয়নে মাদক মুক্ত চাদাবাজ মুক্ত রেখে সমাজে সমতার ভিত্তিতে বসবাসের উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। ভূমিদস্যু দালাল মুক্ত ও সরকারি তহবিলের সকল মালামাল সঠিক বন্টন এবং ইউনিয়নে মাদকব্যবসায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এছাড়াও ছাত্র আন্দোলন গণহত্যায় উস্কানির দায়ে ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলামকে অবাঞ্চিত ঘোষণা করে ইউনিয়ন অফিসে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
এছাড়াও শিক্ষার্থীরা দাবি করেন, আওয়ামী লীগের পরিকল্পিত ডাকাতি লুটপাটের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে সিংগাইর উপজেলা পুলিশের গুলিতে দুইজন নিহত হয়। তারা হলেন, ধল্লা খান পাড়া গ্রামের বাহাদুর খানের ছেলে সাদ মাহমুদ খান, ও তালেবপুর ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে মো: তুহিন আহমেদ।