রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

ধামরাইয়ে বিয়ের দাবিতে আ.লীগ নেতার বাড়িতে তরুণীর আমৃত্যু অনশন

ধামরাই  (ঢাকা) প্রতিনিধি:

প্রকাশিত : ০২:০১ পিএম, ২৯ জুলাই ২০২৪ সোমবার

ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে সুমা আক্তার নামে এক তরুণী আমৃত্যু অনশন করছেন।

 

ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার আওয়ামী লীগ নেতা জিতেন ওরফে জিল্লুর রহমানের বাড়িতে। জিল্লুর রহমান বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

 

আওয়ামী লীগ জিল্লুর রহমানের ছেলে যুবরাজের সঙ্গে ওই তরুণীর সাত বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। কিন্তু যুবরাজ তাকে বিয়ে করতে অস্বীকার করায় গত নয় দিন ধরে ওই তরুণী যুবরাজের বাড়িতে অবস্থান করছে।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, সুমা আক্তার নামে এক তরুণী গত নয় দিন ধরে তার প্রেমিককে বিয়ে করার জন্য আমৃত্যু অনশন করছেন। ওই তরুণী তার প্রেমিক যুবরাজের বাড়িতে আসলে যুবরাজের বাড়ির সকল সদস্যরা তরুণীকে বেধড়ক মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর ঘরে ডাবল তালা দিয়ে যুবরাজ সহ বাড়ির সবাই পালিয়ে যায়। এদিকে প্রেমিককে ফিরে পাবার আশায় বাড়ির উঠানে বসেই দিন পার করছেন প্রেমিকা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, যুবরাজের সাথে স্থানীয় এক বিবাহিত তরুণীর ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক। সেই সুবাদে যুবরাজ প্রতিনিয়ত সুমাদের বাড়ি আসা যাওয়া করতো। এছাড়াও সুযোগ পেলেই প্রেমিকা সুমাকে নিয়ে রিসোর্ট বা আত্মীয়ের বাসায় গোপন সময় পার করতো প্রেমিক যুবরাজ।

 

অনশনরত তরুণী বলেন, যুবরাজের সাথে আমার ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক। আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে শারিরীক সম্পর্ক করে আসছে। যুবরাজ গত বৃহস্পতিবার ১৮ তারিখ আমাদের বাড়িতে আসে। তখন আমার মা আমাকে ও যুবরাজকে এক রুমে দেখতে পেয়ে আটকিয়ে রাখে। তখন যুবরাজ আমাকে বিয়ে করার কথা বলে চলে যায়। চলে যাওয়ার পর আমার সাথে আর যোগাযোগ করেনি। তাই বাধ্য হয়ে ওদের বাড়িতে এসে উঠেছি। যুবরাজ আমাকে বিয়ে না করলে এই বাড়ি থেকে আমার লাশ যাবে।

 

ধামরাই থানাধীন কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রজিৎ মল্লিক বলেন, অনশনের বিষয়ে শুনেছি। ওই তরুণী আইনি সহায়তা চাইলে আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিব।