বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বজুড়ে ভিপিএন ব্যবহার করছে ১৬০ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত : ০৭:৪১ পিএম, ২৮ জুলাই ২০২৪ রোববার

বিশ্বজুড়ে অন্তত ১৬০ কোটি মানুষ বর্তমানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করছে। এটি সারা বিশ্বে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার প্রায় ৩১ শতাংশ।

মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্যমতে, বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ভিপিএন ব্যবহারকারীর সংখ্যা। ২০৩০ সাল নাগাদ এই শিল্পের আকার ১০ হাজার ১৩১ কোটি মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।


বর্তমানে ব্যবসায়িকের তুলনায় ব্যক্তিগত পর্যায়েই ভিপিএনের ব্যবহার বেশি হচ্ছে। মূলত ব্যক্তিগত সুরক্ষা বাড়াতে এবং নির্দিষ্ট এলাকার জন্য সীমাবদ্ধ বিভিন্ন স্ট্রিমিং সার্ভিস ও কন্টেন্টের অ্যাকসেস পেতে ব্যবহারকারীরা ভিপিএন বেশি ব্যবহার করছেন।

ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে ভিপিএনের ব্যবহার বেশি হয়। যদিও মোবাইল ব্যবহারকারীরাও খুব বেশি পিছিয়ে নেই।

বিশ্বের মধ্যে ভিপিএন ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়ছে মধ্যপ্রাচের দেশগুলোতে।

অধিকাংশ ব্যবহারকারীই অর্থ খরচের পরিবর্তে ফ্রি ভিপিএনগুলো বেছে নিচ্ছেন। তবে এ ধরনের ভিপিএনে গুরুতর নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।